মালদার বামনগোলা ব্লক ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে মাস্ক বিলি

12th June 2020 9:21 pm মালদা
মালদার বামনগোলা ব্লক ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে মাস্ক বিলি


দেবাশীষ পাল ( মালদা ) :  বাড়ি থেকে বেরোলে পড়তে হবে মাস্ক এমনই নির্দেশিকা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তাই বামনগোলা ব্লকের ভারতীয় জনতা মহিলা মোর্চা জেড পি ২ পক্ষ থেকে বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকার  বিভিন্ন এলাকায় পথচারীদের মধ্যে ফেস মাস্ক  বিতরণ করা হয়।ভারতীয় জনতা মহিলা মোর্চা তরফ থেকে বামনগোলার পাকুয়াহাট বিডিও অফিস, পাকুয়াহাট বাস স্ট্যান্ড, বাজার, ব্যাঙ্ক, সহ বিভিন্ন এলাকায় পথ চলতি সাধারণ মানুষদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। করোনা ভাইরাসের মোকাবিলায় একমাত্র সতর্কতা অবলম্বন এক মাত্র ভরসা। তাই মাস্ক পড়া জরুরী মালদা জেলা পরিষদের জেড পি ২ মেম্বার বিনা কীর্তনীয়া ও মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট আন্না রায় জানান করোনা ভাইরাসের মোকাবেলায় জন্য মাস্ক বাধ্যতামূলক তাই বামনগোলার মহিলা মোর্চার পক্ষ থেকে এদিন পাকুয়াহাট বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে ফেস মাস্ক বিতরণ করা হয়। তাছাড়া সমস্ত সাধারণ মানুষকে মহিলা মোর্চা পক্ষ থেকে সকলকে সচেতন করা হয় তারা যেন বাইরে বেরোলে মাস্ক অবশ্যই ব্যবহার করেন এবং সাবধানতা বজায় রেখে চলাফেরা করে।





Others News